আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা—এই কথার সত্যতা আবারও প্রমাণ করল মায়ামি চিড়িয়াখানার গ্যালাপাগোস কচ্ছপ ‘আবুয়েলো’। ১৩৫ বছর বয়সে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেল এই বয়স্ক কচ্ছপ। 'আবুয়েলো' নামটির অর্থ স্প্যানিশে 'ঠাকুরদা', কিন্তু এবার সে হয়ে উঠেছে এক গর্বিত বাবা।
বিশেষ এই উপলক্ষ উদযাপনের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক আনন্দঘন পার্টির। ছিল রঙিন বেলুন, সাজসজ্জা এবং এক স্বাস্থ্যকর সবজির কেক। আবুয়েলোর জন্মদিন ও প্রথম ফাদার্স ডে একই সঙ্গে উদযাপন করে চিড়িয়াখানা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী, যারা এই শতায়ু কচ্ছপকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সবাই আনন্দের সঙ্গে দেখলেন, কীভাবে শত বছরেরও বেশি বয়সে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলো আবুয়েলো।
যদিও গ্যালাপাগোস কচ্ছপদের আয়ু দীর্ঘ হয়, তবুও এমন বয়সে প্রথমবার বাবা হওয়া একটি বিরল ঘটনা। আবুয়েলোর গল্প আজ সারা পৃথিবীর মানুষের মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছে—নতুন কিছু শুরু করার কোনো নির্দিষ্ট সময় হয় না। এই অনন্য ঘটনার মাধ্যমে আবুয়েলো হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম প্রবীণ ‘নতুন বাবা’। আর সেই সঙ্গে প্রমাণ করেছে, বয়স যতই হোক না কেন, জীবনে নতুন আনন্দ সবসময়ই সম্ভব।
