আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেখানে ইরানের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তিনি ভারত-পাকিস্তান দুই দেশকেই প্রশংসায় ভরিয়ে দিলেন। ট্রাম্প বলেন, দুটি স্মার্ট দেশের নেতারা নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন কারণ তারা দুজনেই জানেন তাদের দুজনের কাছেই পরমানু শক্তি রয়েছে।
বুধবারই পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত বোধ করছেন।
এরপর ট্রাম্পকে প্রশ্ন করা হয় যদি ইরান মুনিরের সঙ্গে কথা বলে তাহলে তিনি কী করবেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প বলেন, পাকিস্তান ইরান সম্পর্কে ভাল জানে। ইরানের কাজ নিয়ে পাকিস্তান খুশি নয়। এটা নয় যে ইজরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ রয়েছে। তবে আমেরিকার তুলনায় পাকিস্তান এই দুই দেশকে অনেক বেশি ভাল জানে। ইরান নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। সেখানে পাকিস্তানের জবাবে তারা সন্তুষ্ট।
এরপরই ভারত-পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার পরিবেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন অতি স্মার্ট নেতা। একই পরিস্থিতি পাকিস্তানেরও। তাই তারা অতি সহজেই যুদ্ধের আবহ থেকে সরে এসেছে। এই যুদ্ধ পরমানু যুদ্ধ পর্যন্ত হতে পারত। তবে তারা সেই পথে যায়নি।
এই প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে কোনও কৃতিত্ব ট্রাম্প নিজের ঘাড়ে নেয় নি। ১০ মে যখন ভারত-পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতির কথা ঘোষণা করে তার কৃতিত্ব নিতে ছাড়েননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি সেই সময় বলেছিলেন দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে তিনি হস্তক্ষেপ করেছেন।
জি সেভেন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দেখা করার কথা থাকলেও সেখান থেকে ট্রাম্প দ্রুত বেরিয়ে যাওয়ার ফলে সেটা হয়নি। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ৩৫ মিনিটের ফোনালাপ হয়।
