আজকাল ওয়েবডেস্ক: সংঘাতের সপ্তম দিন। ইরান ও ইজরায়েলের মধ্যে একে অপরের বিরুদ্ধে হামলা এখনও জারি রয়েছে। কেউ কারও একটুও জমি ছাড়ছে না। এবার ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হাসপাতালটির। আরও একাধিক জায়গায় হামলা হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইজরায়েলের বির শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। পাশাপাশি তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
ইজরায়েলের জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ৮০ বছরের এক বৃদ্ধ এবং ৭০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। ইজরায়েলি পুলিশ হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের আশেপাশে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে। এই হাসপাতালগুলিতে বিপজ্জনক পদার্থ লিক হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন, শুক্রবার থেকে ইরান-ইজরায়েল সংঘাত শুরু হয়েছে। ইজরায়েলের পরপর হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি।
