আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রহস্যের জাল বুনলেন শিখর ধাওয়ান। নিজেকে এবং যুজবেন্দ্র চাহালকে নিয়ে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট করলেন গব্বর। তার ক্যাপশনে লেখেন, 'গল্পে টুইস্ট আছে। তাতে ইউজি চাহালও আছে। অপেক্ষা করো।' ধাওয়ানের এই পোস্ট ফ্যানদের দৃষ্টি আকর্ষণ করে। সবাই ভেবে নেয়, দু'জন একসঙ্গে কিছু করতে চলেছে। কিন্তু খোলসা করে কিছু জানানো হয়নি। আসন্ন সুপার ৬০ ইউএসএ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নেবেন ধাওয়ান। ৫ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। শিখর ছাড়াও এখানে খেলবেন হরভজন সিং, সুরেশ রায়না এবং রবিন উথাপ্পা। 

ধাওয়ানের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল চাহালের। এর আগেও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পোস্ট দিতে দেখা গিয়েছে। তাই এই পোস্টের মাধ্যমে আদৌ তাঁরা কী বলতে চেয়েছে, সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফ্যানরাও সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রখ্যাত তারকাদের নিয়ে হবে সুপার ৬০ ইউএসএ লিজেন্ডস টুর্নামেন্ট। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন হরভজন সিং এবং সুরেশ রায়না। ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য উথাপ্পা। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন ধাওয়ান। টি-১০ ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের পসার বাড়ানোর উদ্যোগেই এই টুর্নামেন্ট।