সংবাদ সংস্থা মুম্বই: একসঙ্গে ২০ জন তারকা, দুর্দান্ত কৌতুকের চিত্রনাট্য, বিশাল বাজেট—সব মিলে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছিল বলিউডের অন্যতম বড় কমেডি প্রকল্প। ২০০৭ সালের সুপারহিট 'ওয়েলকাম' আর ২০১৫-এর ‘ওয়েলকাম ব্যাক’—এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হিসেবে ছবিটি ঘটা করে ঘোষণা করা হয়েছিল। পরিচালনায় আহমেদ খান, প্রযোজনায় ফিরোজ নাদিয়াদওয়ালা। মূল চরিত্রে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, লারা দত্ত, রবিনা টন্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি সহ একঝাঁক তারকা।
২০২৩-এর ডিসেম্বরে শুটিং শুরু হলেও, শুরুর সেই জাঁকজমকের পর এখন ছবি নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। সূত্রের খবর, আর্থিক জটিলতার কারণে একের পর এক শুটিং শিডিউল বাতিল করা হয়েছে, এবং তার জেরে রীতিমতো দিশেহারা গোটা টিম। সূত্র জানাচ্ছে, বিগত ৬ মাসে ২ থেকে ৩টি বড় শ্যুট বাতিল করা হয়েছে শেষ মুহূর্তে, ফলে অভিনেতা-অভিনেত্রীদের নির্ধারিত তারিখগুলো খালি গিয়েছে। "তাঁরা সময় দিয়েছিলেন এই ছবির জন্য, অন্য কাজ ছেড়ে, কিন্তু শেষমেশ শ্যুটই হল না। শুধু সময় নয়, আর্থিক ক্ষতিও হয়েছে অনেকের," বলছেন ছবির ঘনিষ্ঠ এক সদস্য।
ছবির এখনও ৪০ শতাংশ শুটিং বাকি। কিছু তারকা ইতিমধ্যেই ছবিটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন, বাকি যারা আছেন, তাঁরা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালোবাসার টানেই রয়েছেন, জানাচ্ছে সূত্র। "এই ফ্র্যাঞ্চাইজি সকলেরই খুব প্রিয়। তাই তাঁরা ফের সময় দেওয়ার কথা ভাবছেন, যদি প্রযোজক সবকিছু মিটিয়ে আবার শ্যুট শুরু করেন।"
সূত্রের আরওখবর, সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউজফুল’-এও ২০ জন অভিনেতা আছেন। কিন্তু ছবির প্ল্যানিং ছিল নিখুঁত। সব শিডিউল ঠিকমতো হয়েছে। কিন্তু ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ক্ষেত্রে ঠিক উলটো অবস্থা। পরিকল্পনা নেই, অর্থ নেই, স্পষ্টতা নেই।"
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪-এর বড়দিনে, কিশুশ্যুটিং হয়েছে, সেখানে ফ্র্যাঞ্চাইজির সেই পুরনো মজা আর পাগলামির ছাপ রয়েছে বলেই দাবি টিমের। শেষে আশা একটাই—বলিউডের অন্যতম প্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিকে যেন ভেস্তে যেতে না হয়। দ্রুত সব জটিলতা কাটিয়ে শ্যুটিং শুরু হোক আবার, আর ২০২৫-এর মধ্যেই দর্শক যেন ফের হাসতে পারেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলকানিতে!
এখন প্রশ্ন— এই ছবি কি আদৌ মুক্তির আলো দেখতে পারবে? নাকি এই দুর্ভাগ্যই ডুবিয়ে দেবে তৃতীয় অধ্যায়?
