আজকাল ওয়েবডেস্ক: বাজারে গিয়েছিলেন একসঙ্গে। বাগানের পরিচর্যার জন্য সার কিনে দিতে বলেছিলেন স্ত্রী। তাঁর আবদার মেটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী। বিয়ের ৩৬ দিন পরেই ঘটল এই নৃশংস হত্যাকাণ্ডটি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায়। পুলিশ জানিয়েছে, গত ১১ মে বুধনাথ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২২ বছরের সুনিতা। বিয়ের ঠিক পরেই শুরু ঝামেলা। বাপের বাড়ি ফিরে সুনিতা জানান, বুধনাথকে তাঁর পছন্দ না। তাই তাঁর সঙ্গে আর সংসার করতে পারবেন না। দুই পরিবারের তরফেই ঝামেলা মেটানোর চেষ্টা করা হয়।
গত ৫ জুন একসঙ্গে বসে সকলে আলোচনা করে সুনিতাকে বোঝানোর চেষ্টা করেন। এরপর বুধনাথের সঙ্গে ফের শ্বশুরবাড়িতে ফিরে যান তরুণী। প্রথমে সব ঠিক ছিল। ১৪ জুন বুধনাথের সঙ্গে ছত্তিশগড়ের রামনুজগঞ্জের মার্কেটে যান সুনিতা। সেখানে কেনাকাটা করার সময় সার কিনে দিতে বলেন। এও জানান, বিশেষ কিছু গাছের যত্নের জন্য সারের প্রয়োজন।
১৫ জুন রাতে খাবারের সঙ্গে সেই সার মিশিয়ে বুধনাথকে পরিবেশন করেন সদ্য বিবাহিতা স্ত্রী। সেই খাবার খাওয়ার পরেই পরদিন সকালে যুবকের মৃত্যু হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে সুনিতাকে গ্রেপ্তার করা হয়েছে।
