আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি হরিয়ানায় ঘটে ভয়াবহ এক হত্যাকাণ্ড। স্থানীয় খাল থেকে গলা কাটা অবস্থায় এক মডেলের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার একদিন পর তাঁর প্রেমিক হত্যার কথা স্বীকার করে৷ পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুনীল। তাঁর প্রেমিকা তথা মডেল শীতল চৌধুরীর সঙ্গে হঠাৎ বচসায় জড়িয়ে পড়ে সে। ক্রমে এটি শারীরিক নির্যাতনে পরিণত হয়। সুনীল তাঁকে বেশ কয়েকবার মারধর ও ছুরি দিয়ে আঘাত করে। পরে তাঁর মৃতদেহ খালে ফেলে দেয়। এই ঘটনার পর সুনীলকে পানিপথের একটি হাসপাতালে পাওয়া যায়। ওখানেই সে শীতলকে হত্যা করার কথা স্বীকার করে। সুনীল আগে এই হত্যাকাণ্ডকে গাড়ি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে পুলিশ জানায়৷ 

১৪ জুন - সুনীল ও শীতল দেখা করে

শনিবার শীতল একটি অ্যালবামের শুটিংয়ের জন্য পানিপথের আহার গ্রামে এসেছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ সুনীল দেখা করতে সেখানে পৌঁছয়। সে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। তারপর শুরু হয় ঝগড়া। গভীর রাতে শীতল পানিপথে তাঁর বোন নেহাকে ভিডিও কলে জানান যে সুনীল তাঁকে বেধড়ক মারছে। এর কিছু সময় পর নেহা তাঁর বোনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ফোন বন্ধ হয়ে যায়৷ সুনীল শীতলকে হত্যা করে। শীতলের দেহ সহ গাড়িটি খালে ফেলে দেয়।

১৫ জুন - পুলিশ স্থানীয় খালে একটি গাড়ি খুঁজে পায়

রবিবার হরিয়ানা পুলিশ পানিপথের কাছে একটি খালে সুনীলের গাড়ি খুঁজে পায়। কিন্তু শীতলকে খুঁজে পাওয়া যায়নি তখনও। এদিকে সুনীল হাসপাতালে পৌঁছে দাবি করে যে তার গাড়িটি একটি খালে পড়ে গেছে। শীতল ডুবে গেলেও, সে সাঁতার কেটে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। 

১৬ জুন - শীতলের গলা কাটা দেহ উদ্ধার

সোমবার পুলিশ সোনিপতের কাছে খারখোদার এক খাল থেকে একটি গলা কাটা দেহ উদ্ধার করে। শীতলের হাতে এবং বুকে ট্যাটু দেখে তাঁর দেহ শনাক্ত করা হয়। পুলিশ শীতলের শরীরে বেশ কয়েকটি ছুরি আঘাতের চিহ্ন পেয়েছে। 

১৭ জুন - সুনীল শীতলকে হত্যার কথা স্বীকার করে

তদন্তের পর সুনীল শীতলকে হত্যার কথা স্বীকার করে। তাকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার মূল কারণ এখনও অজানা।

সূত্রে জানা গিয়েছে, শীতল এবং সুনীল দীর্ঘ ছয় বছর একে অপরকে চেনে। সুনীল শীতলকে বিয়ের প্রস্তাব দেয়। সুনীল দুই সন্তানের বাবা জানার পর শীতল তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
হরিয়াণভি সঙ্গীত শিল্পে কাজ করতেন শীতল। তিনিও বিবাহিতা ছিলেন। পাঁচ মাস বয়সী একটি সন্তান ছিল তাঁর। বর্তমানে ঘটনার তদন্ত জারি আছে৷