আজকাল ওয়েবডেস্ক: এতদিন নিয়ম ছিল ম্যাচ ড্র হলে সুপার ওভার খেলা হবে। কিন্তু তাও ড্র হলে সেক্ষেত্রে গোনা হবে দুই দলের বাউন্ডারি। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই নিয়ম বদলে দেয় আইসিসি। জানানো হয়, যতক্ষণ না ফলাফল আসছে ততক্ষণ খেলা হবে সুপার ওভার। আর এই নিয়মের জালে পড়েই নেদারল্যান্ডস এবং নেপাল ম্যাচে এক বিরল নজির তৈরি হল। সোমবার গ্লাসগোতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো একটি ম্যাচ তিনটি সুপার ওভারে পৌঁছল। নেদারল্যান্ডস ও নেপালের মধ্যে হওয়া এই টি-টোয়েন্টি ম্যাচটি ২০ ওভার শেষে ড্র হয়।
এরপর শুরু হয় প্রথম সুপার ওভার, সেটির রানও দুই দলের ক্ষেত্রে সমান হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। অবশেষে তৃতীয় সুপার ওভারে গিয়ে জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস। এদিন ম্যাচে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ রান তোলে। মনে হচ্ছিল জয় সহজেই তাদের হাতের মুঠোয়। কিন্তু নেপালের টেলএন্ডার নন্দন যাদব শেষ ওভারে দুটি বাউন্ডারি মেরে ম্যাচটি টাই করে দেন। প্রথম সুপার ওভারে নেপাল প্রথমে ব্যাট করে ১৯ রান তোলে। কুশল ভুর্তেল দু'টি ছক্কা ও একটি চার মারেন ড্যানিয়েল ডোরামের বলে।
নেদারল্যান্ডস ওপেনার ম্যাক্স ও'ডাউড একইভাবে জবাব দেন। তিনিও দুটি ছক্কা ও একটি চার মারেন। ফলে প্রথম সুপার ওভারও টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১৮ রান করে। ম্যাক্স ও'ডাউড ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস একটি করে ছয় মারেন। নেপাল অধিনায়ক রোহিত পৌডেল একটি ছয় এবং দীপেন্দ্র সিং আইরি একটি ছয় এবং একটি চার মারেন। ফলে দ্বিতীয় সুপার ওভারও টাই হয়ে যায়। তৃতীয় সুপার ওভারে নেপাল কোনও রান না করেই দু’উইকেট হারিয়ে বসে। নেদারল্যান্ডসের অফ-স্পিনার জ্যাক লায়ন-ক্যাশে দুটি উইকেট নিয়ে তৃতীয় সুপার ওভারের নায়ক হয়ে যান। নেদারল্যান্ডসের হয়ে ব্যাট হাতে মাইকেল লেভিট প্রথম বলেই বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন লায়ন-ক্যাশে।
