সংবাদসংস্থা মুম্বই: গত বৃহস্পতিবার আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। জানা যায়, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে, তবে বেঁচে গিয়েছেন মাত্র একজন। জানা গিয়েছে, দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।
দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন বিনোদন জগতের বহু তারকা। তবে এবার এল একেবারে ভিন্ন খবর। দুর্ঘটনার দিন হঠাৎই নিখোঁজ প্রখ্যাত পরিচালক মহেশ কালাওয়াদিয়া। তাঁর মোবাইলের জিপিএস লোকেশন বলছে তিনি দুর্ঘটনার সময় ওই এলাকা থেকে মাত্র ৭০০ মিটার দূরে ছিলেন।
পরিচালকের স্ত্রী জানান, একটি বাণিজ্যিক কাজে বৃহস্পতিবার ওই এলাকায় গিয়েছিলেন পরিচালক। দুপুর ১:১৪ নাগাদ তাঁর মিটিং শেষ হয়ে যায় এবং তিনি ফোনে যোগাযোগ করেন স্ত্রীর সঙ্গে। কিন্তু ১:৪০-এর পর থেকে তাঁর ফোন সুইচ অফ বলে। পরিচালকের স্কুটার ও মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই খবর। তবে তাঁর ডিএনএ-এর নমুনা পুলিশকে দিয়েছেন পরিবারের সদস্যরা। ওই দুর্ঘটনায় নিহতের মধ্যে পরিচালক রয়েছেন কিনা তা খুঁজে দেখার জন্য। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পরিচালকের হঠাৎই নিখোঁজ হওয়ায়, চিন্তায় তাঁর পরিবার।
