আজকাল ওয়েবডেস্ক: একজন বিমান চালক বা পাইলটের চাকরি বাইরে থেকে দেখতে খুবই অভিনব এবং আকর্ষণীয়। কিন্তু এই পেশা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। বাণিজ্যিক বিমান চালানো কোনও ছেলেখেলা নয়, বরং একটি বিশাল দায়িত্ব। একজন বিমান চালক যতবেশি অভিজ্ঞ হন, তাঁকে তত দূরযাত্রার উড়ানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিমান চালকদের অবসরের বয়স কত? এই প্রতিবেদনে এই কৌতূহলপূর্ণ প্রশ্নই আলোচিত হবে। 

বিমান চালক বা পাইলটের প্রকারভেদ

সাধারণত, চার ধরণের পাইলট থাকে: 
১) বিমান পাইলট
২ বাণিজ্যিক পাইলট, 
৩) যুদ্ধ বিমানের পাইলট
৪) চার্টার পাইলট।

ভারতে পাইলট প্রশিক্ষণ স্কুল: 

ভারতে বেশ কয়েকটি বিমান পাইলট প্রশিক্ষণ স্কুল রয়েছে। পাইলট প্রশিক্ষণ স্কুলগুলির মধ্যে রয়েছে- ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি, রাজীব গান্ধী একাডেমি অফ এভিয়েশন টেকনোলজি, বম্বে ফ্লাইং ক্লাব, ন্যাশনাল ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট এবং মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাব।

একজন পাইলটের অবসরের বয়স:

বাণিজ্যিক বিমানের পাইলট:

ভারতের অসামরিক বিমান পরিবহন অধিদপ্তর পাইলটের অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ করেছে। যা আগে ৫৮ বছর ছিল। সকল যাত্রীবাহী বিমান সংস্থার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। 

তবে বাণিজ্যিক বিমানের পাইলটদের অবসরের বয়স ৬৭ বছর করার বিষয়টি দীর্ঘদিন ধরে বিবেচনাধীন। এ নিয়ে তীব্র বিতর্ক আছে।

ভারতীয় বায়ু সেনার একজন পাইলট:

ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান পাইলটদের অবসরের বয়স তাদের পদমর্যাদা এবং বিভাগের উপর নির্ভর করে বদল হয়। তবে, উচ্চপদস্থ পাইলটরা ৬০ বছর বয়স পর্যন্ত সামরিক বিমান চালাতে পারবেন।