আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দুবাইয়ের বিলাসবহুল বহুতল আবাসনে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। যদিও ওই আবাসনের সকল বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। রাত প্রায় সাড়ে ন'টা নাগাদ দুবাইয়ের মারিনায় অবস্থিত টাইগার টাওয়ারে দাউদাউ আগুন জ্বলতে দেখা গেছে। ৬৭ তলা ওই ভবনের ৭৬৪ অ্যাপার্টমেন্ট থেকে তিন হাজার ৮২০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্স টিম টানা ছ'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
দুবাই সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। বাসিন্দাদের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য একাধিক মেডিক্যাল টিম পৌঁছয়। শিশু ও বয়স্কদের শারীরিক পরীক্ষাও করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টাইগার টাওয়ারের অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও। দেখা গেছে, ক্রমেই আগুন ছড়িয়ে পড়ে উপরের ফ্লোরগুলিতে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা আবাসন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। একাধিক ফ্ল্যাট থেকে কাঁচের জানালা ভেঙে পড়তে দেখা গেছে।
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই বহুতল আবাসনে আগুন লেগেছে।
