আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের একটি ভিডিও সকলের মন কেড়ে নিয়েছে। সেখানে উদ্ধারকারী দল একটি বাড়ি থেকে একটি কুকুরকে বের করে নিয়ে আসেন। হামলার পর কুকুরটি এতটাই ভয় পেয়েছিল যে সে সঠিকভাবে থাকতেই পারছিল না।


এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যেভাবে কুকুরটিকে সেখান থেকে বের করা আনা হয়েছে তাতে সকলেই অবাক হয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কুকুরটির মালিক তাকে জাপটে ধরে রয়েছে। সেও তার কাছ ছাড়া কারও কাছে যাচ্ছে না। একেবারে মালিকের কোলের শিশুর মতো সে চুপচাপ হয়ে গিয়েছে। ঘটনার ভয়াবহতা সেও যেন টের পেয়েছে।


একজন কমেন্টে লিখেছেন, এটা দেখে ভাল লাগছে যে অক্ষত হয়েই বাড়ি থেকে বেরিয়েছে সে। অন্য আরেকজন লিখেছেন, যেভাবে তাকে এই পরিস্থিতিতে বের করে আনা হয়েছে তা রীতিমতো প্রশংসার যোগ্য। 

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

 


ইজরায়েল তাদের বহুদিনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছিল ইরান আক্রমণ করে। শুক্রবার ভোররাতে ইরানের সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি-সহ দেশের একাধিক জায়গায় হামলা চালায় ইজরায়েল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু'বার ইরান আক্রমণ করার পর শুক্রবার মাঝরাত থেকে পাল্টা হামলা চালায় ইরান।


জেরুজালেমের ওপর, বিশেষ করে তেল আভিভে আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। জানা গিয়েছে, এর আগে ইজরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইরানিয়ান সেনা। কিন্তু ইজরায়েলি এয়ার ডিফেন্স সেই হামলা প্রতিহত করলেও মাঝরাতে মিসাইল হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে।


একাধিক ছবিতে দেখা গিয়েছে, তেল আভিভে বিস্ফোরণ হয়েছে। ইরান রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়। অন্যদিকে, ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, কিছু মিসাইল প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে রাতভর ইরানের হামলার জেরে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে।


মিসাইল হামলা থেকে বাঁচতে ঘর ছেড়ে মাটির নিচে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকেই। হামলার জের কমলে ইজরায়েল সেনার তরফে স্থানীয়দের জানানো হয়, তারা নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোতে পারলেও সেনার কাছাকাছি থাকতে হবে। ফের যখন তখন হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইজরায়েল হামলার পর ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন।