আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। আসরে নেমেছে ইজরায়েল এবং ইরান। এই সংঘর্ষ আগামীদিনে কোন দিকে যাবে তা নিয়ে ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছেন বিভিন্ন শক্তিশালী দেশের নেতারা। এরই মধ্যে মিলল আরেক খবর। এই সংঘর্ষের ফলে সোনার দাম আরও বাড়তে পারে বলেই খবর মিলেছে।
 
 শুক্রবার সোনার দাম ইতিমধ্যে রোজকার মতো বেড়েছে। ইরানের ওপর ইজরায়েল যেভাবে হামলা করেছে তাতে এই সোনার দাম আরও বাড়বে। তখন কীভাবে সোনা কিনবেন সকলে তা নিয়ে তৈরি হয়েছে চিন্তার কালো মেঘ।
 
 দেশের মধ্যে দিল্লিতে সোনার দাম সবথেকে বেশি রয়েছে। সেখানে ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৯ হাজার ৪৬৩ টাকা। এটি দেশের মধ্যে সর্বোচ্চ। ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৯১ হাজার ১৮৩ টাকা। 
 
 যারা সোনাকে সম্পদ বলে মনে করেন তারা এই পরিস্থিতিতে সোনাকে বেশি করে মজুত করতে চাইবেন। ভৌগলিক কারণ বিচার করলে সোনা একটি নিরাপদ বিনিয়োগ। তাই সকলে সোনাতেই বিনিয়োগ করতে চাইবেন। মধ্যপ্রা্চ্যের এই টেনশন আগামীদিনে সোনার দাম আরও বাড়িয়ে দেবে। ক্রুড তেলের দাম যেই বাড়তে শুরু করবে সেখান থেকে জ্বালানির দাম বাড়বে। তার সরাসরি প্রভাব পড়বে ক্রেডিট মার্কেটে। 
 
 ব্যাঙ্গালোরে ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৯৯ হাজার ৩০৫ টাকা। ২২ ক্যারাটের দাম রয়েছে ৯১ হাজার ২৫ টাকা।
 
 চেন্নাইতে ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৯৯ হাজার ৩১১ টাকা। ২২ ক্যারাটের দাম রয়েছে ৯১ হাজার ২১ টাকা।
 
 মুম্বই, কলকাতা, পুনেতেও বাড়ছে সোনার দাম। মুম্বইতে ২৪ ক্যারাট সোনার দাম ৯৯ হাজার ৩১৭ টাকা। ২২ ক্যারাটের দাম ৯১ হাজার ৩৭ টাকা। কলকাতায় ২৪ ক্যারাটের দাম ৯৯ হাজার ৩১৫ টাকা। ২২ ক্যারাটের দাম রয়েছে ৯১ হাজার ৩৫ টাকা। পুনেতে ২৪ ক্যারাটের দাম রয়েছে ৯৯ হাজার ৩২৩ টাকা। ২২ ক্যারাটের দাম রয়েছে ৯১ হাজার ৪৩ টাকা।
