সংবাদ সংস্থা মুম্বই: 'বাহুবলী' খ্যাত দক্ষিণী তারকা রাণা  দগ্গুবতী এখন ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত সিরিজ ‘রাণা নাইডু সিজন ২’-এর মুক্তি নিয়ে। এই শো-এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে রাণা শেয়ার করলেন নিজের চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট-এর অভিজ্ঞতা এবং কিভাবে তিনি অপারেশনের পরও সাহসের সঙ্গে করে চলেছেন বিপজ্জনক সবঅ্যাকশন দৃশ্যের শুটিং।

 

সেই সাক্ষাৎকারে রাণা বলেন,“অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়, যদি লেন্স না পরি তাহলে সত্যি খুব মজার অবস্থা হয়। ধুলোয় ভরে যায় চারদিক, আমি ঠিকমতো দেখতে পাই না, পুরো গন্ডগোল হয়ে যায়!” তিনি আরও জানান, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট-এর পর তাঁর এক চোখে পুরোপুরি দৃষ্টি চলে গেছে, আর সেই কারণেই অনেকে তাঁর চোখ নিয়ে ঠাট্টা-ও করেন!

 

রাণা নিজেও হাসিমুখে বলেন, “আমি তো মজা করে বলি—আমি প্রায় টার্মিনেটরের মতো! একটা চোখ, একটা কিডনি, আরও কিছু ট্রান্সপ্ল্যান্ট করা জিনিসপত্র নিয়ে বেঁচে আছি। সিনেমায় টার্মিনেটর দেখেছেন তো? হ্যাঁ, আমি প্রায় সেরকমই!”

 

ডান চোখের অন্ধত্ব ও দান করা চোখের গল্প বিশদে জানালেন অভিনেতা। এর আগেও একাধিকবার নিজের শারীরিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন রাণা। জানিয়েছেন, ডান চোখ আংশিক অন্ধ হয়ে যাওয়ায় তাঁকে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়। বাঁ চোখের কর্নিয়া তাঁকে দেওয়া হয়েছিল মৃত্যুর পরে এক দাতার দান করা চোখ থেকে! 

 

রাণা অভিনীত থ্রিলার সিরিজ ‘রাণা নাইডু সিজন ২’ মুক্তি পাচ্ছে ১৩ জুন। এই সিজনে তাঁর সঙ্গে থাকছেন ভেঙ্কটেশ দগ্গুবতী, অর্জুন রামপাল, সুরভীন চাওলা, কৃতি খারবন্দা, সুশান্ত সিং, অভিষেক ব্যানার্জি এবং ডিনো মোরিয়া।