আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। যাত্রার পাঁচ মিনিটের মধ্যে গুজরাটের মেঘানিনগর এলাকার কাছে ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে এই বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যুর আশঙ্কা রয়েছে প্রায় সকল যাত্রীর। কে ছিলেন ওই বিমানের ক্যাপ্টেন?

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার এই বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের নেতৃত্বে ছিল। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। সহ-পাইলটের ছিল ১,১০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা৷ 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে , বিমানে মোট যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিমানে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। AI171 বিমানটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হয়েছিল।