নিজস্ব সংবাদদাতা: ২০২৪-এর পুজোর ছবি তৈরি করতে গিয়ে ফেডারেশনের কোপে পড়েছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। যদিও সেসব জট কাটিয়ে শুরু করেছেন নতুন প্রেমের ছবির কাজ। তবে এর মধ্যেই খবর এল ছবির পাশাপাশি দ্বিতীয়বার সিরিজ পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। 

 


এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রাহুল দেব বসু ও মেঘা চৌধুরীকে। মেঘা জনপ্রিয়তা মডেল।‌ বহু বছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। তবে এই প্রথমবার টলিউডের পর্দায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সেইসঙ্গে দর্শক প্রথমবার জুটিতে পেতে চলেছেন রাহুল-মেঘাকে। 

 

 

জানা যাচ্ছে, সিরিজের নাম 'খানিকটা প্রেমের মতো'। যদিও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। তবে শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং-এ সিরিজের কিছু অংশের শুটিং শেষ করেছেন পরিচালক। বাকিটা হবে কলকাতায়। প্রেমের গল্প বলতে ওস্তাদ রাহুল মুখোপাধ্যায়। তাঁর সিরিজে এবার কতটা জমজমাট হয় নায়ক-নায়িকার প্রেম, সেটাই দেখার। সূত্রের খবর, বাংলার প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।‌

 

 

প্রসঙ্গত, সৌম্য মুখোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও হিয়া চট্টোপাধ্যায়কে নিয়ে রাহুল তৈরি করছেন রম-কম ছবি 'মন মানে না'। ত্রিকোণ প্রেমের হিসাব মেলাবে এই ছবি।