আজকাল ওয়েবডেস্ক: নতুন ভূমিকায় পদার্পণ করলেন শুভমন গিল। ইংল্যান্ডে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ফটোশুট সেরে ফেললেন। অতীত বিরাট কোহলি, রোহিত শর্মা যুগ। ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়। দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ অধিনায়কের হাত ধরে লাল বলের ক্রিকেটে নতুন যুগ শুরু হতে চলেছে। এদিন তার প্রথম পদক্ষেপ হয়ে গেল। এবার থেকে ২৫ বছরের গিলের হাতে ভারতের টেস্ট ভবিষ্যৎ। টেস্ট অধিনায়ক হিসেবে শুভমনের প্রথম ফটোশুটের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবিতে বেশ আত্মবিশ্বাসী দেখায় গিলকে। ক্যাপশনে লেখা হয়, 'বন্ধুগন, তোমাদের টেস্ট অধিনায়ক, শুভমন গিল।' 

গত সপ্তাহে ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকে প্রস্তুতি শুরু করে দেন শুভমন। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নেন ভারতের নতুন নেতা। প্রথম দিনের প্র্যাকটিস সেশনের পর অর্শদীপ জানান, 'ভাল ছন্দে আছেন নতুন অধিনায়ক।' টেস্ট সিরিজের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে বোর্ডের পোস্ট করা ভিডিওতে নেতৃত্ব নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভমন। বলেন, 'ছোট বাচ্চা হিসেবে কেউ ক্রিকেট খেলা শুরু করলে, সবাই একদিন ভারতের হয়ে খেলতে চায়। শুধু ভারতের হয়ে খেলেই নয়, দেশের হয়ে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। এই সুযোগ পাওয়া সম্মানের। এটা বড় দায়িত্ব।' লাল বলের ক্রিকেটে ২০ জুন শুরু হবে ভারতের নতুন অধ্যায়।