আজকাল ওয়েবডেস্ক: যৌন নিগ্রহের প্রতিবাদ করেছিল সে, ফলস্বরূপ অভিযুক্তরা গরম তেলের কড়াইয়ে ধাক্কা দিল তরুণীকে। তার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে। নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। ওই তরুণীর ভাই অভিযোগ দায়ের করার সময় জানিয়েছেন, ধানৌড়া সিলভারনগর গ্রামের একটি তেল মিলে কর্মরত ছিল ওই তরুণী। মিলের মালিক প্রমোদ এবং তার সহযোগী রাজু, সন্দীপ তাকে যৌন নিগ্রহ করলে ওই তরুণী প্রতিবাদ করে। অভিযুক্তরা তরুণীকে গলাগালিজ করে গরম তেলের কড়াইয়ে ধাক্কা দেয়। শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে তরুণীর, চলছে চিকিৎসা।
