আজকাল ওয়েবডেস্ক: গুগল ম্যাপ সচরাচর ভুল রাস্তা দেখায়৷ সম্প্রতি ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা৷ এটি ঘটেছে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায়। গুগল ম্যাপে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে চালক একটি নির্মিয়মান ফ্লাইওভারে গাড়ি উঠিয়ে দেয়, কিন্তু সামনে রাস্তা না থাকায় সেটি পড়ে যায়। সৌভাগ্যবশত গাড়িতে থাকা তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৮ জুন, রবিবার। খবর অনুসারে, লখনউ নম্বর প্লেটের গাড়িটি গোরখপুর থেকে সোনাউলি সীমান্তে যাচ্ছিল। যাত্রীরা নেভিগেশনের জন্য গুগল ম্যাপের উপর নির্ভর করছিলেন। অ্যাপের পরামর্শ অনুযায়ী, তাঁরা ফারেন্দা থানা এলাকার কাছে গোরখপুর-সোনাউলি মহাসড়কে অবস্থিত নির্মাণাধীন ফ্লাইওভারে গিয়ে পড়েন। ফ্লাইওভারের কিছু অংশ সম্পূর্ণ হয়েছে। আরেক অংশ অসম্পূর্ণ। গুগল ম্যাপে দেখানো পথটি গাড়িটিকে ফ্লাইওভাহারের অসম্পূর্ণ অংশে নিয়ে গিয়েছিল। গাড়িটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন জায়গায় পৌঁছেছিল যেখানে এখনও নির্মাণ কাজ চলছে। অবশেষে চালক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে গাড়ি সামনের দিকে পড়ে যায়। তবে সম্পূর্ণভাবে পড়ে যাওয়ার পরিবর্তে একটি ঢালু অংশে আটকে যায়। কাদার স্তূপ গাড়িটি থামিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের নিরাপদে বের করে আনে। ফ্লাইওভারের উপর হেলে পড়া কালো গাড়িটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছে। মন্তব্য বিভাগে, অনেকেই যাত্রীদের দোষারোপ করেছেন। মন্তব্য করছেন, তাঁরা সাধারণ জ্ঞান ব্যবহারের বদলে জিপিএসের উপর অতিরিক্ত নির্ভরশীল। একজন ব্যবহারকারীর মন্তব্য, 'আপনার মাথা খাটান, অন্ধভাবে জিপিএস অনুসরণ করবেন না।' আরেকজন লিখছেন,'আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করেন, তাহলে এটি বিশ্বাস করার আগে সাবধানে চিন্তা করুন। গুগল সর্বদা সঠিক পথ দেখাবে এমন কোন প্রয়োজন নেই। কখনও কখনও এটি এমন একটি পথ তৈরি করে যেখানে কোনও পথ নেই।'
'অবাস্তব জিটিএ ৬-এর গ্রাফিক্স সত্যিই অসাধারণ। এটি দেখতে প্রায় বাস্তব জগতের মতোই,' ঠাট্টা করে একজন লিখেছেন। কেউ আবার দুর্বল নির্মাণ পদ্ধতি এবং সঠিক সতর্কতা চিহ্নের অভাব নিয়ে তাঁদের হতাশাও প্রকাশ করেছেন।
'আমরা কি সত্যিই এর জন্য গুগল ম্যাপকে দোষ দিতে পারি? চালকদের সতর্ক করার জন্য নির্মাণ স্টপ সাইনবোর্ডের কী হবে? আমি নিজে মহাসড়কে এমন দায়িত্বজ্ঞানহীন নির্মাণ দেখেছি,'একজন ব্যক্তি প্রশ্ন তোলেন। উত্তর প্রদেশে এই ধরণের ঘটনা এই প্রথম নয়। গত বছরের নভেম্বরে, বেরেলিতে গুগল ম্যাপের ভুল দেখে তিনজন গাড়ি চালিয়ে প্রাণ হারান। তাঁরা একটি অসমাপ্ত সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে যান।
