আজকাল ওয়েবডেস্ক: খাস দিল্লিতে মর্মান্তিক ঘটনা। দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি। 'বাঁচব কী করে?' আর্ত চিৎকার করতে করতে ব্যালকনি থেকে ঝাঁপ বছর দশের দুই ভাই বোনের। প্রাণ বাঁচাতে ঝাঁপ বাবারও। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী, তিনজনেরই মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকায় একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে সমাজমাধ্যমে বেশকয়েকটি ছবি ভাইরাল হয়েছে, সবকটিতেই দেখা গিয়েছে, বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন। জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। দ্বারকা সেক্টর-১৩-এর এমআরভি স্কুলের কাছে, শপথ সোসাইটি নামে একটি আবাসিক ভবনের আট এবং ন' তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা নাগাদ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। 

 

১০ বছর বয়সের দুই খুদে, প্রাণ বাঁচাতে ন' তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাদের বাবা, ৩৫ বছরের যুবকও প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন ব্যালকনি থেকে। তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

যশ যাদব নামের ওই ব্যক্তির স্ত্রী এবং এক পুত্র প্রাণে বেঁচেছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই আবাসনের বাকি সব বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ স্থানে। দুর্ঘটনা এড়াতে ওই আবাসনের গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে বলেও জানা গিয়েছে।