আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আন্নামালাই মন্দিরে বসে এক ব্যক্তি আমিষ খাবার খাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মন্দিরের বাইরের প্রাঙ্গণে। সেখানে ভক্তদের উপস্থিতিতে ওই ব্যক্তিকে খাবার খেতে দেখা যায়। ভক্তরা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষকে জানান। কর্মকর্তারা সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে, ওই জানান তিনি ‘কুস্কা’ নামে এক ধরনের নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছিলেন।

কিন্তু তার সঙ্গে ভুল করে একটি মুরগির মাংসের টুকরো চলে আসে। মন্দির কর্তৃপক্ষ এরপর তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে খাবার নিয়ে সরে যেতে বলেন।। গোটা বিষয়টি জেলা পুলিশের কাছে জানানো হয়। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতেও মাদুরাইয়ের পবিত্র তিরুপারাঙ্কুন্দ্রম সুব্রহ্মণ্যস্বামী পাহাড়ে আমিষ খাবার খাওয়ার অভিযোগে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সেই সময় তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে. আন্নামালাই অভিযোগ করেছিলেন যে, IUML সাংসদ নবাস কানি সেখানেই আমিষ খাবার খেয়েছিলেন। সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি বলেন, ‘হিন্দু ধর্মকে আঘাত করে এবং আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করেছেন বিরোধী দলের সাংসদ’। বর্তমানে আন্নামালাই মন্দিরে ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। এমনকি, তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।