আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে। সংঘর্ষে মেইতি উপজাতির একজন নিহত হন। মণিপুরে রাজ্যের কাংপোকপি জেলার কংচুপ থানার অন্তর্গত নাখুজং ও সিংদা কুকি গ্রামে এই ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ কমান্ডো ও জঙ্গিদের মধ্যে বন্দুকের লড়াইতে একজন কমান্ডো গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ কুকি ও মেইতেই সম্প্রদায়ের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময় কংচুপ থানার অন্তর্গত নাখুজং এবং সিংদা কুকি গ্রামের পাহাড়ি শ্রেণিগুলোর মধ্যে ঘটে। গুলি বিনিময় চলে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত।
গুলিবর্ষণে ইম্ফল পশ্চিমের বাসিন্দা নিংমবাম জেমস নামে একজন ব্যক্তি বুলেটে আহত হন। পরে তাকে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।