আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রের মুম্বইয়ে। ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে ছিটকে পড়লেন একাধিক নিত্যযাত্রী। পাশের লাইনের ট্রেনের ধাক্কায় পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকিরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার লোকাল ট্রেনটি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে ছাড়ে। থানের কাসারা এলাকার দিকে যাচ্ছিল। এদিন ট্রেনটিতে সাংঘাতিক ভিড় হয়। ঠাসাঠাসি ভিড়ের জন্য কামরার দরজায় অনেকেই ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ১২ জন ছিটকে পড়েন।
রেল সূত্রে খবর, সেই সময়েই পাশের লাইন দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছিল। সেই ট্রেনের ধাক্কায় পরপর যাত্রীর মৃত্যু হয়। ১২ জনকেই স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
More than 11 people Fall On Track Due To Overcrowding From A Moving Local From #Mumbra To CST Station pic.twitter.com/ruFtWwM8K7
— Mukesh Makhija ???????? (@MukeshVMakhija)Tweet by @MukeshVMakhija
সোমবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, আরও একটি লোকাল ট্রেন উল্টোদিক থেকে আসছিল। সেই সময়েই ট্রেন থেকে ছিটকে পড়েন যাত্রীরা। মুম্বরা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে পাঁচজনকে মৃত অবস্থায় এবং সাতজনকে গুরুতর আহত অবস্থায় ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
এই দুর্ঘটনার পরেই বৈঠকে বসে মুম্বই রেল কর্তৃপক্ষ। বৈঠকের পর তাঁরা ঘোষণা করেন, এবার থেকে লোকাল ট্রেনেও মেট্রো রেলের মতো স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে। রেলের তথ্য ও প্রচার দপ্তরের নির্বাহী পরিচালক দিলীপ কুমার জানিয়েছেন, মুম্বই শহরের জন্য তৈরি হওয়া সমস্ত ট্রেনে এবার থেকে স্বয়ক্রিয় দরজা থাকবে। যে সকল ট্রেনগুলি বর্তমানে পরিষেবা দিচ্ছে, সেগুলিকেও বদলে ফেলা হবে দ্রুত।
