আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শাহিদ আফ্রিদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে যে, করাচিতে তাঁকে সমাধিস্থ করা হয়েছে। তবে তদন্তে উঠে এসেছে, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। দিব্যি বেঁচে আছেন আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক সংবাদ সঞ্চালক শাহিদ আফ্রিদির মৃত্যুর খবর পড়ছেন। যার পিছনে রাস্তায় একটি অ্যাম্বুল্যান্সের ছবি।

ভিডিওটিতে পাকিস্তানের একাধিক মানুষের ‘শ্রদ্ধাঞ্জলি’ বার্তাও জুড়ে দেওয়া হয়। কিন্তু ভাল করে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভিডিওটি বানানো হয়েছে প্রযুক্তি ব্যবহার করে। এমনকি, সংবাদ সঞ্চালকের গলাটিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। এই ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। অনেকেই শোকপ্রকাশ করতে শুরু করেন, কিন্তু পরে জানা যায়, শাহিদ আফ্রিদি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৭ সালে অবসর নেওয়া আফ্রিদি পাকিস্তানের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১১ হাজারের বেশি রান ও ৫৪১টি উইকেট। এছাড়া ওয়ান-ডে ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটিও তাঁর দখলে। মোট ৩৫১টি ছয় মেরেছেন তিনি। তবে কিছুদিন আগেই ভারতের অপারেশন সিঁদুরের সময় আফ্রিদির মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল।

তিনি বলেছিলেন, ‘ভারতে একটি পটকাও ফাটলেও পাকিস্তানকে দোষারোপ করা হয়’। তবে এই ভুয়ো ভিডিও প্রসঙ্গে এখনও পর্যন্ত আফ্রিদির তরফে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, তিনি সুস্থ আছেন এবং এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে।