আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষদিনে কনকনে শীতের দাপট নেই। হালকা শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রবিবার ভোর থেকে গত কয়েকদিনের মতোই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট ছিল। বেলায় রোদ ঝলমলে আবহাওয়ায় শীতের আমেজ কমবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে।