আজকাল ওয়েবডেস্ক: আধুনিক প্রযুক্তিও আজকাল সাংসারিক কলহের কারণ। সম্প্রতি এক মহিলা আবিষ্কার করেন অদ্ভুত এক কান্ড। তাঁর টুথব্রাশের সাহায্যে স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছে।  টেক্সট মেসেজ বা ফোন লগের মাধ্যমে নয়।
এআরএফ ইনভেস্টিগেটরসের ব্যক্তিগত তদন্তকারী পল জোন্স মিররকে জানান এই পদ্ধতি৷ কীভাবে একটি স্মার্ট ইলেকট্রিক টুথব্রাশ অ্যাপ কাজ করে, জানান তিনি। মূলত তাঁদের সন্তানদের ব্রাশ করার অভ্যাস পর্যবেক্ষণ করার জন্য ইনস্টল করা হয়েছিল। এটিই যে দম্পতির সাংসারিক কলহের কারণ হয়ে দাঁড়াবে, তা কে জানত! অ্যাপটি পরিবারের প্রতিটি সদস্যের ব্রাশ করার সেশন ট্র্যাক করে। 

এই দম্পতির ক্ষেত্রে সূত্রটি অ্যাপ দ্বারা প্রদত্ত ডেটাতে ছিল। শুক্রবার সকালে জোন্সের ক্লায়েন্টের স্বামী কর্মক্ষেত্রে ছিলেন বলে মনে করা হয়। সেই মুহুর্তে ব্রাশিং কার্যকলাপ রেকর্ড করা হয়।
'ক্লায়েন্ট বুঝতে পারছিলেন না কেন অ্যাপটি দেখাচ্ছে , স্বামী শুক্রবার সকালে দাঁত ব্রাশ করছেন। তখনই যখন তাঁর কাজে থাকার কথা ছিল' , জোন্স বলেন।
তবে এই লগের নিয়ম তাঁকে সবকিছু স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছে। মহিলা অবশেষে জানতে পারেন, তাঁর স্বামী তিন মাস ধরে শুক্রবার কাজ করেননি।

' কর্মক্ষেত্রের এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। শুক্রবার যখন স্ত্রী এবং বাচ্চারা বাড়ির বাইরে থাকতেন, তখন তাঁকে বাড়িতে নিয়ে এসে বসিয়ে রাখতেন,' জোন্স জানান।
প্রযুক্তি দৈনন্দিন জীবনকে রূপদান করে চলেছে। পল জোন্স আরও বলেন, 'তথ্য মিথ্যা বলে না। এটি সময়-নির্ধারিত। এটি অবস্থান-ভিত্তিক এবং আবেগহীন।'