আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। সেখানে গিয়েই মর্মান্তিক পরিণতি হল ৬২ বছরের এক বৃদ্ধের। যানজটে আটকে, যথাযথ চিকিৎসার অভাবে পাহাড়ি রাস্তায় মৃত্যু হল তাঁর। এর জেরে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ি শহরে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কমল কিশোর টন্ডন। তিনি দিল্লির বাসিন্দা। ৫ জুন পরিবারের সঙ্গে মুসৌরিতে ঘুরতে এসেছিলেন। মোতিলাল নেহরু রোডের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন তাঁরা। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিবারের তরফে জানা গেছে, এদিন তাঁরা প্রথমে ১০৮ এমার্জেন্সি নম্বরে ফোন করে যোগাযোগ করেন। অ্যাম্বুল্যান্সের জন্য আবেদন করেন। কিন্তু তাঁদের জানানো হয়, ভারী বৃষ্টির কারণে দেরাদুন থেকে অ্যাম্বুল্যান্স পৌঁছতে ঘণ্টা খানেক সময় লাগবে। শেষমেশ নিজেদের গাড়িতে বৃদ্ধকে নিয়ে সকলে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
মুসৌরির রাস্তায় সে সময় ভয়াবহ যানজট ছিল। সারি সারি দাঁড়িয়ে ছিল বহু গাড়ি। পুলিশকে বারবার বলেও, শেষরক্ষা হয়নি। ৪৫ মিনিট যানজটে আটকে ছিলেন তাঁরা। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, মাঝ রাস্তাতেই মারা যান কিশোর। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যানজটে আটকে বৃদ্ধ পর্যটকের মর্মান্তিক পরিণতিতে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।
