আজকাল ওয়েবডেস্ক: কমার কোনও লক্ষ্মণই নেই। ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী, দেশের মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৬৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। যার মধ্যে ২ জন কেরালায়, ১ জন পাঞ্জাবে এবং ১ জন কর্ণাটকে। কেরালায় একদিনে সর্বাধিক ১৯২টি নতুন সংক্রমণ ধরা পড়েছে, তার পরেই রয়েছে গুজরাট (১০৭), পশ্চিমবঙ্গ (৫৮) এবং দিল্লি (৩০)।
এই চার রাজ্য মিলিয়ে সারাদেশে ৪৯৮টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিল চালিয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রে শুক্রবার ১১৪টি নতুন করোনা সংক্রমণ ধরা পড়েছে। চলতি বছরে এই রাজ্যে মোট আক্রান্ত ১,২৭৬ জন এবং মৃত ১৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত পুণে (৪৪ জন) এবং মুম্বই (৩৭ জন)। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হলেও ৯১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৯৬। দিল্লিতে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৩০ জনের।
মোট সক্রিয় রোগী ৫৯২। এদিন নতুন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের হেলথ বুলেটিন সূত্রে। ছত্তিশগড়ে সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১,১৮৩ জনের করোনা পরীক্ষা হয়। যার মধ্যে ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। অধিকাংশ ক্ষেত্রেই রোগের উপসর্গ মৃদু এবং বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বর্তমানে কোভিডের ভ্যারিয়েন্টে আতঙ্কের কিছু নেই। কারণ, করোনা এখন এন্ডেমিক রূপ নিয়েছে এবং ভাইরাসটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ফলে মাঝে মধ্যে সংক্রমণের ঢেউ দেখা যেতেই পারে, তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
