আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্যে কোনও সমস্যা নেই। বিয়ের পর কেটে গিয়েছে ১০ বছর। শারীরিক এবং মানসিক ভাবে স্বামীর সঙ্গে সুখে সংসার করছিলেন মহিলা। কিন্তু হঠাৎ জাঁকিয়ে বসল এক সমস্যা। ব্রিটেনের এক মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী শারীরিক সম্পর্কে অত্যন্ত পারদর্শী। কিন্তু বিয়ের ১০ বছর পর হঠাৎই স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছেই নষ্ট হয়ে গিয়েছে মহিলার।বর্তমানে অন্য পুরুষের প্রতি ক্রমশ আকর্ষণ বেড়ে চলেছে তাঁর।
এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন ওই ব্রিটিশ মহিলা। দু’সন্তানের মা ওই মহিলা জানিয়েছেন, স্বামীর সঙ্গে এক দশকের সম্পর্কের পর হঠাৎই তাঁর মধ্যে জেগে উঠেছে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের তীব্র আকাঙ্ক্ষা। তিনি জানিয়েছেন, ‘আমরা ২০ বছর বয়স থেকে একসঙ্গে, তখন থেকেই সম্পর্ক। ফলে যৌন অভিজ্ঞতাও সীমিত। আমি হয়তো মনে করছি জীবনে কিছু মিস করে ফেলেছি। এই কষ্টকে ভুলে যেতে আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় বেশি করে মদ্যপান করছি’। এই সমস্যা থেকে সমাধান পেতে তিনি ব্রিটেনের জনপ্রিয় ফোরাম ‘মামসনেট’-এ সমাধান চেয়েছেন অন্যদের থেকে।
সেখানে তিনি লিখেছেন, ‘আমার জীবন সুন্দর, স্বামীও ভাল মানুষ। আমাদের মধ্যে কোনও বড় সমস্যা নেই। আমাদের দুই সন্তান রয়েছে, এবং আমরা প্রায় প্রতিদিনই শারীরিক সম্পর্কে লিপ্ত হই। ও জানে আমি কী পছন্দ করি। কিন্তু তারপরেও সঙ্গমের সময় আমি স্বামীকে ছেড়ে অন্য কাউকে কল্পনা করি, যেন আমি অন্য কারও সঙ্গে আছি’। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই স্বীকারোক্তি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, দীর্ঘ সম্পর্কের একঘেয়েমি থেকেই এই ধরনের মানসিক টানাপোড়েন হতে পারে। আবার কেউ পরামর্শ দিয়েছেন, পেশাদার কাউন্সেলিং নেওয়াই সঠিক পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মনোভাব কখনও কখনও দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ তৈরি করলেও নিজের অনুভূতিকে চেপে না রেখে আলোচনা করা উচিত।
