নিজস্ব সংবাদদাতা: সিরিজের মতোই পরবর্তী সিজন নিয়ে আসছে ধারাবাহিকও! সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর জনপ্রিয়তা শুরু থেকেই দারুণ ছিল। মুখ্য চরিত্র 'রক্তিম-ডালি'র চরিত্রে দেখা যায় সম্রাট মুখোপাধ্যায় ও কথা চক্রবর্তীকে। 

 

 

 

 

এই ধারাবাহিক শেষের গুঞ্জন এসেছিল কয়েকদিন আগেই। তবে শেষ হয়নি, বরং শেষ থেকে শুরু হয়েছে নতুনভাবে। ধারাবাহিকের জুটিকে দর্শকের এতটাই মনে ধরেছে যে, শেষের আগেই নতুনভাবে শুরু হয়েছে 'আকাশ কুসুম ২'। নতুন অধ্যায়ে যদিও রক্তিম-ডালি নেই। একেবারে নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন সম্রাট ও কথা। 

 

 

 

এই গল্পে তাঁরা 'এসআরকে' এবং 'রিষা'। শহরের নামী গায়ক এসআরকে। অন্যদিকে, প্রাণোচ্ছ্বল মেয়ে রিষা। দু'জনের একটুও মিল নেই। তবে একটা অজানা টান আছে। যখন শহুরে কোলাহল থেকে পালাতে চায় এসআরকে, তখন এক পশলা বৃষ্টির মতো তার মনকে শান্ত করে দেয় রিষা। কিন্তু এই বিপরীত মেরুর দুই মানুষের মনের মিল হবে কীভাবে? এই প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকে। 

 

 

 

 

বাংলা ধারাবাহিকে যদিও এরকমটা নতুন নয়। 'এখানে আকাশ নীল'-এর দ্বিতীয় ভাগ দেখেছিলেন দর্শক। গল্প সম্পূর্ণ ভিন্ন হলেও মুখ্য চরিত্রদের নাম একই ছিল ধারাবাহিকে। তবে এবার নামও বদলে সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প বলতে আসছে 'আকাশ কুসুম ২'।