আজকাল ওয়েবডেস্ক:‌ কুখ্যাত গ্যাংস্টার লখবীর সিং লান্ডাকে (‌৩৩)‌ সন্ত্রাসবাদী ঘোষণা করল ভারত। ২০২১ সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের সদর দপ্তরে রকেট হামলার অভিযোগ রয়েছে লখবীরের বিরুদ্ধে। এছাড়া আরও অন্যান্য জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকারও অভিযোগ আছে।
প্রসঙ্গত লখবীরের জন্ম ভারতেই। ১৯৮৯ সালে পাঞ্জাবের তরণ তারণ জেলায় জন্ম তার। ২০১৭ সালে কানাডায় পালিয়ে যায় সে। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামে এক কুখ্যাত খলিস্তানি গ্রুপের সদস্য ছিল লখবীর। পাশাপাশি পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার হরবিন্দর সিং ওরফে রিন্ডার সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল লান্ডার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কুখ্যাত সন্ত্রাসবাদী লখবীর শুধু মোহালিতে রকেট হামলাই নয়, পাশাপাশি আরও বেশ কিছু জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। বিশেষ করে পাঞ্জাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সময় দেশের বাইরে থেকে গোলাবারুদের সাপ্লাই দিয়েছিল এই কুখ্যাত জঙ্গি, এমনটাই অভিযোগ কেন্দ্রের। জঙ্গি কার্যকলাপ, তোলাবাজি, খুন, বোমা ফিট করা, অস্ত্র ও মাদক পাচার–সহ একাধিক অভিযোগ রয়েছে লখবীরের বিরুদ্ধে।