আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে অজানা জন্তুর হানা।পরদিনই মৃত্যু! পরপর প্রাণহানিতে আতঙ্কে ঠকঠক করে কাঁপছেন গ্রামবাসীরা। জন্তুটি ঠিক কেমন দেখতে, তাও স্পষ্টভাবে বলতে পারছেন না গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ কামড়ে দিয়ে পালিয়ে যায় জন্তুটি। তাই তার চেহারা ঠিক মতো দেখা যায় না। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার লিম্বাই গ্রামে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এই গ্রামেই অজানা জন্তুর হামলায় ছ'জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দু'জন মহিলা। কয়েকজন হামলার শিকার হলেও প্রাণে বেঁচে গেছেন। তাঁদের মুখেই শোনা গেছে অজানা জন্তুর বিবরণ। 

 

গ্রামবাসীরা জানিয়েছেন, ৫ মে গভীর রাত থেকে অজানা জন্তুর হামলা শুরু হয়েছে। গ্রাম থেকে সাড়ে চার কিলোমিটার দূরে রয়েছে গভীর জঙ্গল। সম্ভবত সেখান থেকেই বেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে অজানা জন্তুটি। সেদিন রাতে ১৭ জন ঘুমিয়ে ছিলেন‌ একসঙ্গে। তাঁদের উপর ওই জন্তুটি হামলা করে পালিয়ে যায়। ১১ জন প্রাণে বেঁচে আছেন। বাকি পাঁচজনের মৃত্যু হয়। তারপর আরও এক মহিলা জন্তুর হামলায় মারা যায়। 

 

গ্রামবাসীরা এও জানিয়েছেন, জন্তুটি কুকুর মতো আকৃতির। কিন্তু সেটি কুকুর নয়। তার পায়ের আকৃতি ভিন্ন রকমের। চারটি পা-ই অসমান। চলাফেরার ধরনও আলাদা। কুকুরের মতো ঘেউঘেউ করে না। রাতের অন্ধকারে সুস্পষ্টভাবে তাকে দেখা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, জন্তুর এমন ধরনের কামড় আগে দেখেননি কেউ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তরের তরফের তদন্ত চলছে‌। মৃতদের পরিবারকে আট লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে প্রশাসন।