আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক এক ঘটনায় মন্টেনেগ্রোর বুদভা সৈকতে প্যারাসেলিং করার সময় মৃত্যু হল ১৭ বছরের কিশোরীর। জানা গিয়েছে, আতঙ্কিত হয়ে হার্নেস খুলে পড়ে গিয়ে মৃত্যু হয় সার্বিয়ার ১৯ বছর বয়সী তরুণী তিজানা রাদোনজিকের। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে, প্রায় ১৬০ ফুট উচ্চতা থেকে পড়ে তিনি প্রাণ হারান। ঘটনাটির একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিজানা ফ্লাইটের সময় লাইফ জ্যাকেট ও বেল্ট খুলে ফেলছেন আতঙ্কে। তৎক্ষণাৎ জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছালেও, পরে নিশ্চিত করা হয় যে তিজানা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। 

জানা গিয়েছে, ছুটিতে মন্টেনেগ্রো ঘুরতে এসেছিলেন তিনি। জানা গেছে, সমুদ্রের ধারে ঘোরার সময় এক ব্যক্তি তাঁকে একটি পর্যটন সংস্থার তরফে ‘ফ্রি প্যারাসেলিং রাইড’-এ অংশ নিতে আহ্বান জানান। কেউ কেউ বলছেন, ওই তরুণী একটি প্রোমোশনাল ভিডিওর জন্য শুটিংয়ে অংশ নিয়েছিলেন। যে কারণে তাঁকে প্যারাসেলিংয়ে অংশ নিতে হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিজানা এক ধরনের প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে নিজের হার্নেস খুলে ফেলেন। তবে তার পরিবার বলছে, শুধু আতঙ্ক নয়, এর পিছনে সংস্থার গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে। সে কারণেই সরকারি তদন্তের দাবি করেছে পরিবার। তিজানার বাবা-মা, ব্রাঙ্কা ও গোরান এক আবেগঘন বার্তায় বলেন, ‘আমরা কখনওই এই ঘটনাকে মেনে নিতে পারব না। তুমি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। তোমায় আমরা ভালোবাসি এবং সারাজীবন মিস করব। শান্তিতে ঘুমাও, ভগবান তোমায় রক্ষা করুক। এখন তুমিও তাদের একজন’।

?ref_src=twsrc%5Etfw">June 2, 2025

ঘটনার পর প্যারাসেলিং কোম্পানির কর্ণধার মিরকো কার্জিক জানান, ‘তিজানা একদম স্বাভাবিক ছিলেন রাইড শুরুর আগে। তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু এরপরেই দুর্ঘটনাটি ঘটে’। তিনি আরও জানান, সংস্থার সকল সরঞ্জামের পরীক্ষা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে ওই প্যারাসেলিং সংস্থা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অনেকে জানিয়েছেন, ‘আকাশে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে একজন প্রশিক্ষিত কর্মীর সঙ্গে থাকা উচিত’। আর এক ব্যক্তির মন্তব্য, ‘ভয় পেলে মানুষ সাধারণত আরও শক্ত করে ধরেন। নিরাপত্তা বেল্ট খুলে ফেলা একেবারেই অস্বাভাবিক’। স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্যারাসেলিং নিরাপত্তা ব্যবস্থা ও কোম্পানির গাফিলতি ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

(ভিডিও সতর্কীকরণ: অস্বস্তিকর মনে হতে পারে)