আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক গণহত্যা চালাচ্ছে। এই অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করল দক্ষিণ আফ্রিকা। জেনোসাইড কনভেনশনের অধীনে ইজরায়েলের ওপর আরোপিত বিধিনিষেধ তারা লঙ্ঘন করেছে। এই মর্মে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা। যদিও ইজরায়েল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। সেদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার এই অভিযোগ অত্যন্ত অবমাননাকর। উল্লেখ্য, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস’ রাষ্ট্রপুঞ্জের প্রধান আইনি সংস্থা। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আইনি বিরোধের নিষ্পত্তি ও আন্তর্জাতিক ইস্যুতে পরামর্শমূলক মতামত দিয়ে থাকে এই আদালত।