মিল্টন সেন, হুগলি:‌ স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় নগদ ও সোনার গহনা তছরুপের অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হল উত্তরপাড়া থানায়‌‌। অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’‌দিন ধরে বন্ধ ছিল উত্তরপাড়ার জেকে স্ট্রিটে বেসরকারী স্বর্ণঋণ প্রদানকারী সংস্থার লেনদেন। গ্রাহকদের বলা হয়, অডিট চলছে তাই বন্ধ লেনদেন। কাউকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি।
 শুক্রবার বিকেলে উত্তরপাড়া থানায় সংস্থার ম্যানেজার সঞ্জীব দত্তর বিরুদ্ধে অভিযোগ করে কর্তৃপক্ষ। বলা হয় ছয় মাস অন্তর অডিট হয় সংস্থার শাখাগুলিতে। সেই অডিটে ধরা পরে আর্থিক তছরুপের বিষয়টি। শুক্রবার ম্যানেজারকে নিয়ে গভীর রাত পর্যন্ত হিসেব কষতে বসে দেড় লক্ষ টাকার গরমিল ধরা পরে। ম্যানেজার নিজের থেকে সেই টাকা মিটিয়ে দেন। তাঁকে গাড়ি করে হাওড়ার মালি পাঁচঘরার বাড়িতে দিয়ে আসা হয়। ভল্ট খুলে সোনা মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয় সংস্থার কর্তাদের। প্রায় কোটি টাকার সোনা গায়েব, গোটা বিষয় জানানো হয় পুলিশকে। তবে গায়েব সোনার পরিমাণ স্পষ্ট করে বলা হয়নি। পুলিশের অনুমান অঙ্কটা কোটি টাকা ছাড়াবে।
 খুব প্রয়োজনে এই ধরনের ঋণ প্রদানকারী সংস্থায় সোনার গহনা বন্ধক রেখে ঋণ নেন সাধারন মানুষ। সেই সোনাও আর সুরক্ষিত নয় বলে মনে করছেন গ্রাহকরা। অভিযোগ পাওয়ার পর উত্তরপাড়া থানার পুলিশ ম্যানেজারের বাড়ি মালিপাঁচঘড়ায় গিয়ে দেখে সেখানে তালা দেওয়া। পুলিশ জানিয়েছে ম্যানেজার সিসি ক্যামেরা বন্ধ রেখে গহনা সরিয়ে নিত। নিরাপত্তা রক্ষী কিছু বলতে গেলে তাঁকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত। সংস্থার গ্রাহক অনির্বাণ রায়চৌধুরী বলেছেন, বাড়িতে কিছু সমস্যার জন্য তিনি গহনা বন্ধক দিয়েছিলেন। এখন শুনছেন ম্যানেজার সোনা নিয়ে চলে গেছে। 



‌‌