আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে পুরোদস্তুর মন দেবেন, তাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
২০১২ থেকে ২০২৫ পর্যন্ত তাঁর ওয়ানডে কেরিয়ার। এই দীর্ঘ ১৩ বছরে ম্যাড ম্যাক্স ১৪৯টি ওয়ানডে খেলেছেন, ৩৯৯০ রান করার পাশাপাশি ৭৭টি উইকেট নেন। ২০১৫ এবং ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল।
বিস্ফোরক ব্যাটসম্যান বললেও কম বলা হবে তাঁকে। তার গড় ৩৩.৮১। স্ট্রাইক রেট ১২৬.৭০। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের বিস্ফোরক ২০১ রান কে ভুলতে পারেন!
পা চলছিল না, দৌড়তে পারছিলেন না তিনি। অপরাজিত ২০১ রানই তাঁর কেরিয়ারের সেরা স্কোর। ওয়ানডের ইতিহাসেও অন্যতম সেরা ইনিংস বলে পরিচিত। এছাড়াও ম্যাক্সওয়েল তিনটি সেঞ্চুরি এবং ২৩টি হাফ সেঞ্চুরিরও মালিক। বোলার হিসেবেও তিনি বেশ কার্যকরী। চার উইকেট নিয়েছেন চার বার। ৯১টি ক্যাচ ধরে ম্যাড ম্যাক্স প্রমাণ করেছেন ফিল্ডার হিসেবেও তিনি দক্ষ।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখে ম্যাক্সওয়েল এই সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড আরও জানিয়েছে, বিগ ব্যাশ লিগ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধেই শেষ ওয়ানডে খেলেছেন ম্যাক্সওয়েল। নিজের কেরিয়ার ও অবসরের সময় প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ''আমার মনে হয় সময়ের আগেই এবং হঠাৎ করেই আমাকে দলে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে দু-একটা ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। তারপর থেকে, আমি বাদ পড়ি, ফিরে আসি, কয়েকটা বিশ্বকাপে খেলি এবং দুর্দান্ত একটা দলের অংশ হই।'' সেই দলের হয়ে আর ওয়ানডে-তে দেখা যাবে না ম্যাড ম্যাক্সকে।
