আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আলাপ হয়ে কথা বলতে বলতে তা ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। সেই প্রেম আরও এগোতে পরকীয়া শুরু করেছিলেন যুগল। ভালই চলছিল, কিন্তু গ্রামবাসীদের নজরে এসে ফ্যাসাদে পড়তে হল যুগলকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সুলতানাবাদ এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মৌনিকার সঙ্গে ফেসবুকে আলাপ হয় ভূপালপল্লী এলাকার বাসিন্দা স্বামী নামক এক যুবকের।

দু’জনের মধ্যে ধীরে ধীরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। যুগলকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহিত মৌনিকার সঙ্গে কিছু মাস আগে ফেসবুকে পরিচয় হয় স্বামীর। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। তিন দিন আগে স্বামী মৌনিকার বাড়িতে আসেন এবং সেখানেই ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।

শনিবার রাতে দু’জনকে হাতেনাতে ধরে এলাকাবাসীরা মৌনিকা ও স্বামীকে হাত-পা বেঁধে উঠোনে বসিয়ে রাখেন। তাঁদের শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি পরকীয়ায় মত্ত ওই যুগলকে ‘শুদ্ধিকরণ’ করা হয় বলে জানা গিয়েছে। পরে স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দু’জনকে নিজেদের হেফাজতে নেয় বলে খবর সূত্রের। জানা গিয়েছে, পুলিশ না আসা পর্যন্ত ওই যুগলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।