আজকাল ওয়েবডেস্ক: মাসের শুরুতেই সুখবর। কমল গ্যাস সিলিন্ডারের দাম। পয়লা জুনে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ২৫ টাকা। পয়লা জুন থেকে নতুন দাম কার্যকর হবে সব শহরে। এ নিয়ে টানা দু'মাস নিম্নমুখী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
পয়লা জুন থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১ হাজার ৮২৬ টাকা। দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে দাম কমে দাঁড়াল ১ হাজার ৮৮১ টাকা।
প্রসঙ্গত, মে মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫ টাকা কমেছিল। জুনে তার তুলনায় আরও খানিকটা কমল দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায়, হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম কমার সম্ভাবনা থাকে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয়।
অন্যদিকে রান্নার গ্যাসের দাম এখনও অপরিবর্তিত। শহরগুলিতে জুনেও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাই রয়েছে।
