আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর আসন্ন ইংল্যান্ড সফরে তরুণ ব্রিগেডের ওপর নির্ভর করতে হবে। এবি ডি'ভিলিয়ার্স মনে করেন, এবার নতুন প্রজন্মের নিজেদের প্রমাণ করার পালা। শুভমন গিলকে সামনে রেখে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকেও পাওয়া যাবে না। ফিটনেসের কারণে ইংল্যান্ড সফরে নেই মহম্মদ সামিও। তবে ভারতের তরুণ ব্রিগেডকে নিয়ে আশাবাদী ডি'ভিলিয়ার্স। তিনি বলেন, 'এবার তরুণ প্রজন্মের এগিয়ে আসার সময় হয়েছে। শুভমন গিলকে দায়িত্ব নিতে হবে। ভারতে প্রচুর প্রতিভা আছে। তার জন্য কৃতিত্ব দিতে হবে আইপিএলকে। এই টুর্নামেন্ট অল্প বয়সী তরুণদের সুযোগ করে দিচ্ছে। আমরা এইবছর বৈভব সূর্যবংশীকে দেখেছি। আরও অনেকে ছিল। প্রথম বছরই যথেষ্ট পরিণত দেখায় ওদের। ওরা আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য তৈরি। ভারতীয় ক্রিকেটের জন্য এটা আদর্শ মঞ্চ।'
প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক জানান, ইংল্যান্ড সফর ভারতীয় দলের জন্য কঠিন পরীক্ষা। তবে নিজেদের প্রতি ভরসা রাখলে, ভাল রেজাল্টও হতে পারে। ডি'ভিলিয়ার্স বলেন, 'ইংল্যান্ডে তরুণ ব্রিগেডকে দায়িত্ব নিতে হবে। কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে দলে প্রতিভা আছে। নিজেদের প্রতি বিশ্বাস রাখলে স্পেশাল কিছু অর্জন করতে পারে।' বিরাট কোহলিকে যে ভারতীয় টেস্ট ক্রিকেট মিস করবে সেটা স্পষ্ট জানিয়ে দিলেন। কোহলির সঙ্গে খুব ভাল সম্পর্ক এবির। তিনি মনে করেন, অন্তরের কথা শুনেছেন তারকা ক্রিকেটার। ডি'ভিলিয়ার্স বলেন, 'আমার মনে হয় ও নিজের মনের কথা শুনেছে। কয়েকবছর ধরে প্রচুর ক্রিকেট খেলেছে। তবে ভাগ্যবশত ওকে এখনও ক্রিকেট মাঠে দেখা যাবে। তবে অবশ্যই ওকে আমরা টেস্টে মিস করব।' রবিবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। মুম্বই এবং পাঞ্জাবের মধ্যে শ্রেয়স আইয়ারদের এগিয়ে রাখলেন ডি'ভিলিয়ার্স।
