সংবাদসংস্থা মুম্বই: ধারাবাহিকের ইতিহাসে ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’ ছিল অন্যতম জনপ্রিয় একটি শো। দীর্ঘদিন চলা এই ধারাবাহিকের প্রধান মুখ ছিলেন স্মৃতি ইরানি। সাম্প্রতিক এক অনুষ্ঠানে, পরিচালক একতা কাপুর স্মৃতি ইরানির ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় অধ্যায় নিয়েই যে তিনি ফিরবেন, সেই ইঙ্গিতও দিয়েছিলেন একতা।

 

 

 

একতা উল্লেখ করেন যে, ১৫০ এপিসোড নিয়ে শো-টি হবে। সিদ্ধান্তটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটি শুরুর আগে কথা হয়েছিল, ১৫০ পর্বেই গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা দর্শকদের এতটাই ভালবাসা পেয়েছিল যে ২০০০ পর্ব পর্যন্ত চলেছিল। এই ধারাবাহিকটি ফের পর্দায় ফিরিয়ে আনারই যোগ্য’।

 

 

 

সিজন ২-এ স্মৃতি ইরানি ওরফে 'তুলসী'কে দেখা যাবে পরিবারের নতুন প্রজন্মের সঙ্গে জটিল সম্পর্ক ও আধুনিক সামাজিক দ্বন্দ্বে লড়তে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। স্মৃতি ইরানি সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন শুটিং ফ্লোর থেকে। সঙ্গে লিখেছেন — “২০ বছর পর আবার তুলসী। সময় বদলেছে, গল্প বদলেছে, কিন্তু ভালবাসা একই আছে।”

 

 

 

 

জানা যাচ্ছে, এবার থাকবে নতুন মুখ, নতুন চরিত্রদের আধিক্য। তবে গল্পের মোড়ে ফিরবেন পুরনো চরিত্ররা। তাই ইতিমধ্যেই প্রোমো শুটিংয়ে দেখা গিয়েছে মৌনী রায় ও করিশ্মা তান্নাকে। জানা যাচ্ছে, এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন দুই অভিনেত্রী। 

 

 

 

 

প্রসঙ্গত, ‘কিঁউকি শাস ভি কভি বহু থি’র মাধ্যমেই অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল মৌনীর। এরপর একে একে আরও ধারাবাহিক থেকে বড়পর্দায় নজর কেড়েছেন এই বাঙালি অভিনেত্রী‌। বিভিন্ন রিয়্যালিটি শো-এ সঞ্চালনা থেকে বিচারকের আসনেও দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি সার্জারিতে বদলে যাওয়া মুখের গড়ন নিয়ে সমালোচনায় রয়েছেন মৌনী।