আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারবেন সূর্যকুমার যাদব? অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূর্যর ফিটনেস নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স কোচ জানিয়ে দিয়েছেন গুরুতর কোনও সমস্যা নেই সূর্যর।
এলিমিনেটরে গুজরাটকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে মুম্বই। রবিবার আমেদাবাদে খেলা পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে পারবেন সূর্যকুমার? দেখা দিয়েছে সংশয়।
খেলা শেষে জয়বর্ধনেকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘টানা খেলার ফলে ব্যথা বা টান লাগার মতো সমস্যাগুলি তৈরি হয়।’ তবে জয়বর্ধনে জানিয়েছেন, কোয়ালিফায়ার ২ তে খেলতে সমস্যা হবে না সূর্যকুমারের।
এদিকে শুক্রবারের ম্যাচে ৩৩ রান করেন সূর্য। চলতি সিজনে টি২০ ক্রিকেটে ১৫ বার ২৫ বা তার বেশি রান করলেন সূর্য। কোনও একটি টি২০ টুর্নামেন্টে এই কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই।
পাশাপাশি চলতি আইপিএলে ৬৭৩ রান করে ফেলেছেন সূর্য। সর্বোচ্চ রানের তালিকায় তিনি আছেন দুইয়ে। আরও অন্তত একটি ম্যাচ পাবেন তিনি। ফলে হয়ে যেতে পারেন অরেঞ্জ ক্যাপের মালিক।
এখন যা পরিস্থিতি তাতে দ্বিতীয় কোয়ালিফায়ারেও এগিয়ে শুরু করবে মুম্বই। টগবগ করে ফুটছে তারা। রোহিত ছন্দ ফিরে পেয়েছেন।
