আজকাল ওয়েবডেস্ক: বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ল গোটা বাড়ি। ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। আহত অন্তত ২৯।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হরিয়ানা সীমান্তের কাছে অবস্থিত পাঞ্জাবের এই কারখানায় আতশবাজি উৎপাদন এবং প্যাকেজিংয়ের কাজ হত মূলত। বৃহস্পতিবার ভোরে পাঞ্জাবের মুক্তসার জেলার সিংহেওয়ালা গ্রামের ওই কারখানাতেই আচমকা বিস্ফোরণ।
জানা গিয়েছে, পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মুক্তসারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অখিল চৌধুরী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের কারণে নয়, বিস্ফোরণের অভিঘাতে কারখানা ভবন ভেঙে পড়ার কারণে মৃত্যু হয়েছে তাঁদের।
তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলা, তা স্পষ্ট হয়নি এখনও। লাম্বির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) জসপাল সিং নিশ্চিত করেছেন, ধ্বংসস্তূপ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন আহত ব্যক্তিকে দ্রুত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস), বাথিন্ডা এবং মুক্তসার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
