আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযান চলছে। সেই অভিযানেই বৃহস্পতিবার সোপিয়ান থেকে লস্কর-ই-তইবা (এলইটি)-র দুই জঙ্গিকে গ্রেপ্তার করল যৌথবাহিনী। সেনা এবং পুলিশের কাছে খবর ছিল জেলায় অস্ত্র-সহ দুই সন্দেহভাজনকে ঘুরতে দেখা গিয়েছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী। তারপরেই মেলে সাফল্য। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বাসকুচানে দুই জঙ্গি গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। সেই খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। কাছাকাছি একটি বাগানে জঙ্গিদের গতিবিধিতে লক্ষ্য রাখছিল বাহিনী। পুলিশ জানিয়েছে, বাহিনীর দ্রুত এবং কৌশলগত পদক্ষেপের ফলে দুই জঙ্গি ইরফান বশির এবং উজাইর সালাম শীঘ্রই আত্মসমর্পণ করে ফেলে। 

পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগাজিন, ১০২ রাউন্ড কার্তুজ, দু’টি গ্রেনেড, ৫৪০০ টাকা নগদ, একটি মোবাইল, একটি স্মার্টওয়াচ, দুই প্যাকেট বিস্কুট এবং একটি আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃতদের নাশকতার ছক ছিল না কি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর সন্ত্রাসদমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। কয়েকদিন আগে সোপিয়ানে অপারেশ ‘কেলার’অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে তিন লস্কর  জঙ্গিকে খতম করেছিল সেনা। এরপর আরও দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকেও খতম করেছে সেনা। বৃহস্পতিবার ফের সাফল্য।