আজকাল ওয়েবডেস্ক: মিয়াঁদাদকে লাথি মেরেছিলেন ডেনিস লিলি। অজি কিংবদন্তি বোলারকে ব্যাট হাতে মারতে উদ্যত হয়েছিলেন পাক প্রাক্তন তারকা। ১৯৮১-৮২-র সিরিজের সেই ঘটনা নিয়ে এখনও চায়ের পেয়ালায় তুফান ওঠে। 

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের খেলায় দস্তুরমতো হাতাহাতি লেগে গেল। দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই ছক্কা মারেন রিপন মণ্ডল। তাতেই বেজায় চটে যান দক্ষিণ আফ্রিকার স্পিনার। 

 রিপনের দিকে হিংস্র ভাবে তেড়ে যান এনতুলি। ধাক্কা মারেন রিপনকে। চলতে থাকে কথা কাটাকাটি। সেই সঙ্গে চলে ধাক্কাধাক্কি। রিপনের হেলমেট ধরে টান মেরে বসেন এনতুলি। পরে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। তাঁর শান্ত না করলে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারত। 

 

?ref_src=twsrc%5Etfw">May 28, 2025

দুই ক্রিকেটার মারামারি করছেন মাঠের ভিতরে, সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ হয়ে যায় গৌণ। কিন্তু মাঠের ভিতরে মারামারি চলে আসে সামনে। ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেট। কিন্তু বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের খেলা আর ক্রিকেটের সুনাম বজায় রাখল কোথায়!