আজকাল ওয়েবডেস্ক: নির্দয় ভারতীয় ক্রিকেট। দাম দেয় না ক্রিকেটারদের। শিখর ধাওয়ান যে গল্প তুলে ধরলেন, তার পরে এটা বলে দেওয়াই যায়। 

দেশের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান জানিয়েছেন, ২০১৬ সালে ভাঙা হাতে টেস্ট খেলেছিলেন তিনি। তার পরই ধাওয়ানকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। 

সেই সময়টা তার জীবনের সবথেকে কঠিন অধ্যায় ছিল। এক ইউটিউবে ধাওয়ান বলেন, ''আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি খুবই মরিয়া ছিলাম। জানতাম রান না করলে দল থেকে বাদ পড়ব। কলকাতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ছিল। প্রথম ইনিংসে আমি আউট হয়ে যাই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামি, তখন ট্রেন্ট বোল্টের একটি বলে আমার হাত ভাঙে।'' 

দেশের হয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন ধাওয়ান। তিনি বলছেন, ''আমি জানতাম যদি আমি ওই ইনিংসে না খেলি, তাহলে দল থেকে বাদ পড়ব। তাই ঠিক করি খেলবই। ভাবলাম যেহেতু মরতে হবে, তাহলে মাঠেই মরব! আমি ভাঙা হাতে ব্যাটিং করলাম, ১৫-২০ রানের মতো করেই আউট হলাম। তারপর থেকেই আমি টেস্ট দলের বাইরে।''

ভাঙা হাতে ব্যাট করলেও তাঁর দাম পাননি শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেট এমনই। দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করে গেলেও 
বিরাট কোহলি ও রোহিত শর্মা সম্মান পাননি। রোহিত শর্মা নিজের ভাগ্যলিখন আগেই পড়ে ফেলেছিলেন। তাই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই হিটম্যান টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ান। কোহলিও বোর্ডের যাবতীয় উপরোধ-অনুরোধ না মেনে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান।