আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা বলছেন দেশে ন্যায় নেই তাঁরা ঢং করছেন। বিগত লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়েছেন স্মৃতি ইরানি। সেই কথা ফের একবার তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত জোড়ো যাত্রা থেকে কোনও ফল ঘরে তুলতে পারেনি কংগ্রেস। পাঁচ রাজ্যের ফলাফলে কংগ্রেস সেটা স্পষ্ট করে বুঝতে পেরেছে। তাই এবার ভারত ন্যায় যাত্রা শুরু করে ফের একবার দেশবাসীকে বোকা বানাতে চাইছে। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা। মনিপুর থেকে মুম্বইতে আসবে তাঁর যাত্রা। ৬৭ দিনের এই যাত্রায় ১৪ টি রাজ্যের ৮৫ টি জেলা অতিক্রম করবেন তিনি। মোট যাত্রার পথ প্রায় ছয় হাজার দুশো কিলোমিটার।