আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের সাতজন। গাড়ির ভিতর থেকে উদ্ধার তাদের দেহ। নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ গাড়ির ভিতর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। তবে কেন এই পদক্ষেপ? আদতে কী ঘটেছিল? তা বিস্তারিত জানা যায়নি এখনও।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে পঞ্চকুলা থেকে একই পরিবারের সাতজন ফিরছিলেন গাড়িতে। তাঁরা সকলেই দেরাদুনের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পরিবার পঞ্চকুলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। আচমকা একটি বাড়ির  সামনে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। 

গাড়ির ভিতরে একাধিক মানুষের উপস্থিতি দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনুমান পরিবারের সদস্যরা বিষ পান করেছিলেন মাঝরাস্তায়। সাতজনের মধ্যে তিনজন শিশু বলেও জানা গিয়েছে। 

পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনার হিমাদ্রি কৌশিক এবং ডেপুটি পুলিশ কমিশনার আইন ও শৃঙ্খলা অমিত দাহিয়া খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন। দেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে দাবি পুলিশের।