আজকাল ওয়েবডেস্ক: ই-রিকশা চার্জিং স্টেশনে আগুন। ঝলসে মৃত্যু দু’ জনের। ঘটনাস্থল দিল্লি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চার্জিং স্টেশনে চার্জ দেওয়ার সময়েই শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৫ মে, রবিবার সকালে দিল্লির শাহদারার রাম নগর এলাকায় একটি ই-রিকশা চার্জিং এবং পার্কিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ছ’ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’ জনের।

ওই দু’ জনের পরিচয় জানা গিয়েছে- মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা ব্রিজেশ (১৯) এবং মণিরাম (১৮)। জানা গিয়েছে, ব্রিজেশ এবং মণিরাম ঘুমোচ্ছিল। তার মাঝেই আগুন লাগে ওই চার্জিং স্টেশনে। তাঁরা আর বেরোতে পারেননি। শাহদারার ডেপুটি কমিশনার বিবৃতিতে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নাআর পর, ওই দু’ জনের দেহ উদ্ধার করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও চার। তাঁরা হলেন, মধ্যপ্রদেশের টিকামগড়ের ভাওয়াইয়ের বাসিন্দা হরিশঙ্কর (১৯), উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার মহারাজগঞ্জের বাসিন্দা রিঙ্কু(১৮), মুকেশ (২২) এবং বিপিন (১৯)।ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জানানো হয়েছে, আটক করা হয়েছে এক জনকে।