সংবাদসংস্থা মুম্বই: গুটি গুটি পায়ে রাহা একটু বড় হতেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা দম্পতি? রাহার জন্য এবার ভাই আনতে চান রণবীর-আলিয়া! নামও নাকি ঠিক করা আছে। কিছু মাস আগে এক সাক্ষাৎকারে নিজেই গোপন কথা ফাঁস করেছিলেন আলিয়া।
আলিয়ার কথায়, "আমি আর রণবীর যখন মা-বাবা হিসেবে খুবই উচ্ছ্বসিত ছিলাম। সেই সময় পরিবারের সদস্যদের আমাদের হবু সন্তানের জন্য নাম ঠিক করতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকেই সন্তানের নামকরণ নিয়ে প্রস্তুত থাকতে পারি। ওঁরা ছেলে-মেয়ে দু'জনের জন্যই অনেকগুলো নাম পছন্দ করেন। তার মধ্যে পুত্র সন্তানের জন্য একটা নাম আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু, সেটা এখন বলব না।'
এরপর তিনি আরও বলেন, "রাহার নাম রাখেন শাশুড়িমা নীতু কাপুর। এদিকে, আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে।"
যদিও দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া কিংবা রণবীর। তবে এবার নাকি এই জল্পনায় সিলমোহর পড়তে চলেছে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা আলিয়া। এবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান, এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। নেটিজেনদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প!
