আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে এবং সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে ব্যাখ্যা করতে, ভারত সরকার সাতটি রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধি দলকে বিশ্বের ৩২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে পাঠাচ্ছে।

এই প্রতিনিধি দলে রয়েছেন বিভিন্ন দলের সাংসদ ও প্রাক্তন কূটনীতিকরা। তাদের গন্তব্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ। এমনকি সিয়েরা লিওন, আলজেরিয়া, পানামা ও গায়ানার মতো অপেক্ষাকৃত ছোট দেশও রয়েছে তালিকায়, কারণ এরা বর্তমানে বা শীঘ্রই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) অস্থায়ী সদস্য। পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে এই সফরের মাধ্যমে ভারত আশা করছে যে পাকিস্তানের প্রচার কার্যক্রম ব্যর্থ হবে এবং আন্তর্জাতিক মহলে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান জোরদার হবে।

উল্লেখযোগ্যভাবে, চীন ও তুরস্ককে সফরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চীন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে এবং তুরস্ক ড্রোন ও অন্যান্য সামরিক সহায়তা দিয়েছে। এই উদ্যোগে অংশ নিচ্ছেন শশী থারুর (মার্কিন সফর), জয় পাণ্ডা (মধ্যপ্রাচ্য), রবিশঙ্কর প্রসাদ (ইউরোপ), কনিমোঝি (রাশিয়া সহ কয়েকটি ইউরোপীয় দেশ), সঞ্জয় কুমার ঝা (পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া), শ্রিকান্ত শিন্ডে (আফ্রিকা), ও সুপ্রিয়া সুলে (মিশর ও কাতার সহ)। ভারতের এই অন্যতম বৃহৎ কূটনৈতিক অভিযানে দেশব্যাপী রাজনৈতিক ঐক্য ও বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে।